বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে “বই বিতরন উৎসব”পালন

হাসান জুয়েল,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে “বই বিতরন উৎসব”২০১৯ পালিত হয়েছে।

বই বিতরনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়  বীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার  দুপুরে বীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ জন ছাত্র-ছাত্রীকে নতুন বই প্রদানের মাধ্যমে বই বিতরন উৎসবের  শুভ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন।

উদ্বোধন শেষে “ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ”এই ¯ে¬াগানকে সামনে রেখে একটি আলোচনা সভা অনুষ্টিত হয়। শিক্ষিকা শ্রীমতি মিনতি রাণী রায়ের  সঞ্চালনায়, বীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সহ-সভাপতি মোঃ হাসানুজ্জমান বাবুল হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজিমুদ্দিন,  বীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম প্রমূখ।

বক্তাগন শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের সফলতা তুলে ধরে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না।  তাই সরকার সর্ব ক্ষেত্রে শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া,বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব দাবি করে তারা গাইড বই বর্জন করে  বোর্ড বইয়ের প্রতি বেশী গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেক্ষ, এবার প্রাথমিক বিদ্যালয়ে ১ম হতে ৫ম শ্রেনী পযন্ত ২লক্ষ২৭হাজার জন, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর পযন্ত মাধ্যমিক বিদ্যালয়ে ২৫.৯০০জন ও মাদ্রাসার ১ম থেকে ৯ম শ্রেনীর ৯.১৭০জন ছাত্র/ছাত্রী বিনামূল্যের নতুন বই পাচ্ছেন।

Spread the love