শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বহিস্কৃত মাতাল ছাত্রের কান্ড

B Sমোঃ জাকির হোসেন, ঝাড়বাড়ী থেকে : দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যালয় হতে বহিস্কৃত মোঃ ডিপজল (১৫) নামে এক ছাত্র মাতাল অবস্থায় শ্রেণীর কক্ষের দরজা ভেঙ্গে ফেলার চেষ্টাকালে শিক্ষক বাধা দেয়। এ সময় সে শিক্ষককে লাঞ্চিত করে।

 

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশ দুপুর ২টায় মাতাল ডিপজলকে আটক করে থানায় নিয়ে আসে।

 

আটক ডিপজল উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের মোঃ আবেদ আলীর পুত্র।

 

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা জানান, ডিপজল এই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে ডিপজলকে গত বছর বিদ্যালয় হতে বহিস্কার করা হয়। আজ দুপুর ১২টায় ক্লাশ চলাকালীন সময়ে মাতাল অবস্থায় শ্রেণীর কক্ষের দরজা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এ সময় ইংরেজী শিক্ষক বিকাশ দেব নাথ বাধা দিলে তাঁকে অশালীন ভাষায় গালমন্দের এক পর্যায়ে গায়ে হাত তোলে। গোলমাল শুনতে পেয়ে আমি ছুটে যাই। সেখানে আমাকেও লাঞ্চিত করে। বিষয়টি তাৎক্ষণিক ভাবে স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশকে অবহিত করা হয়।

 

বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love