শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিক্রি করার সময় আটককৃত ব্রীজের রড চেয়ারম্যানের কাছে হেফাজতে রেখেও উধাও

বীরগঞ্জ,দিনাজপুর থেকে বিকাশ ঘোষ :গত শুক্রবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-খানসামা মহাসড়কের উপরের নির্মাণধীন ব্রীজের কাজ চলাকালীন সময়ে ব্রীজের পুরাতন রড বীরগঞ্জ পৌরশহরের ভাংড়ী ব্যবসায়ী তোফাজ্জলের নিকট বিক্রি করেন বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী। ভাংড়ী ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রড গুলি নিয়ে যাওয়ার সময় জনতাকর্তৃক আটক করে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ আব্দুল খালেক সরকারের নিকট হেফাজতে রাখা হলেও রডগুলি কোথায় গেছে চেয়ারম্যান তা জানেন না। এব্যাপারে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ আব্দুল খালেক সরকারের সঙ্গে কথা বললে তিনি বলেন, রড কোথায় গেছে আমি জানি না। এব্যাপারে ইউপি সদস্য হেফাজত রাখা রড উদ্ধারের জন্য মাননীয় ১। জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-১, ২। জেলা প্রশাসক, দিনাজপুর, ৩। নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, দিনাজপুর, ৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বীরগঞ্জ, দিনাজপুর, ৫। দুদক কর্মকর্তা, দিনাজপুর, ৬। সভাপতি/সম্পাদক, বীরগঞ্জ প্রেসক্লাব। ৭। চেয়ারম্যান, নিজপাড়া ইউনিয়ন পরিষদ, বীরগঞ্জ, দিনাজপুরকে লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে অভিযুক্ত নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী’র সঙ্গে কথা বললে তিনি এবিষয়ে কিছু জানেন না বলে জানান।

Spread the love