শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিনামুল্যে বিতরনের জন্য ১৮৮ মেট্রিকটন চাউল সরকারী বরাদ্দ

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে ১৮হাজার ৮২৭টি দরিদ্র পরিবারে মাঝে বিনামুল্যে বিতরনের জন্য ১৮৮ দশমিক ২৭০ মেট্রিক টন ভিজিএফ চাউল সরকারী বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায় অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতিটি পরিবারে বিনামুল্যে ১০কেজি হারে চাউর বিতরনের জন্য  উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর মোহনপুর ও মরিচা ইউনিয়ন সমুহের ৯৯টি ওয়ার্ড ও পৌর সভার ৯টি ওয়ার্ডসহ মোট ১০৮টি ওয়ার্ডের প্রত্যন্ত পল­ীর পাড়া-গায়ে অনুসন্ধান চালিয়ে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের মাধ্যমে অতি দরিদ্র  ১৮হাজার ৮২৭টি পরিবার বাছাই ও তালিকার অন্তরভূক্ত করে ইতিমধ্যে পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর ও মোহনপুর ইউনিয়ন সমুহে অতি দরিদ্র তালিকা ভূক্ত পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে। শিবরামপুর, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর, মরিচা ও বীরগঞ্জ পৌর সভায় বিতরন কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। ভিজিএফ চাউল বিতরনে প্রতিটি ইউনিয়নে একজন সরকারী কর্মকর্তাকে টেক অফিসার হিসেবে সার্বক্ষনিক অবস্থানের জন্য নিয়োগ করা হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজু ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান প্রতিটি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরনকালে তদারকী করছেন। পরবর্তী সপ্তাহে ভিজিএফ চাউল শতভাগ বিতরন অর্জিত হবে বলে জানা গেছে।

Spread the love