বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিনা মুলে আমন ধান বীজ বিতরন

মোঃ আবেদ আলী,বীরগঞ্জ (দিনাজপুর)ঃ বীরগঞ্জে গত মঙ্গলবার চাষীদের মাঝে বিনামুল্যে খরা সহিঞ্চু জাতের আমন ধান বীজ বিতরন করা হয়েছে।আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের আয়োজনে বীরগঞ্জ লাটেরহাট ফেডারেশন মিলনায়তনে মোহনপুরের ১২০জন বোচাগঞ্জের ধনগাঁও ৭০জন ও জেলা সদরের ৫০জন সহ ২৪০জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৩৩ শতক জমির বিপরিতে ৫কেজি হারে প্রায় ৮০ একর জমির বিপরিতে এক হাজার ২শত কেজি খরা সহিঞ্চু ব্রি-৫৬, ৫৭ জাতের ধান বীজ বিনামুল্যে কৃষক ফাউন্ডেশনের চাষীদের মাঝে বিতরন করা হয়। উপজেলার লাটেরহাট ফেডারেশন মিলনায়তনে বিনামুল্যে খরা সহিঞ্চু ব্রি-৫৬, ৫৭ জাতের ধান বীজ বিতরন করেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের কৃষি অফিসার সৈয়দা নাজমা পারভিন। এ সময় বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, মোহনপুর কৃষক ফোরামের সভাপতি কল্পনা সরেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু ও মোহনপুর ইউপি সদস্য মোঃ রইছুল ইসলাম সহ কৃষক ফোরমের কৃষক-কৃষানীগন উপস্থিত ছিলেন।

 

Spread the love