শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশেষ অভিযানে চার জুয়ারী আটক

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥ দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ অভিযানে ৪ জুয়ারীকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। ১০ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ৪ জুয়ারীকে গ্রেফতার করে বুধবার সকালে ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়ে। বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই আলন চন্দ্র বর্মণ, নিমাই কুমার রায়, আকবর আলী,তহিদুল ইসলাম, এএসআই মিজানুর রহমান, শফিকুল ইসলাম ও কনেস্টবল আহসান হাবিবসহ সঙ্গীয় ফোর্স বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুরা গ্রামের মোঃ ফারুক মিয়ার বসত বাড়ির পূর্ব পার্শ্বে নদীর ধারে ফাঁকা জাগায় প্রকাশ্য জুয়া খেলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী, নগদ টাকা, এক সেট তাস, তাবু ও বিছানাপত্র জব্দ করে এবং ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন মোহনপুর ইউনিয়নের চিলকুরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো: রোস্তম (৪০), মোঃ মোস্তফার ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৫ ), মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ হাফিজুরুল ইসলাম ( ৩২), ও মৃত কিতাব আলীর মোঃ বাবুল আলী (৩২), সহ ৪ জন জুয়ারীকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে ৩জন পালিয়ে যায়। প্রকাশ্য জুয়ার আসর বসিয়ে তাঁরা জুয়া খেলার অপরাধে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে জুয়ারীদের বিরুদ্ধে ১৯৬৪ সালের জুয়া আইনে ৪ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৬ তারিখ ১১/১২/২০১৯। এ ব্যাপার বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পাভিন সাংবাদিকদের জানান,বীরগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করার লক্ষে অভিযান অব্যাহত থাকবে।

Spread the love