মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশেষ সচেতনতামূলক মতবিনিময় করেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাাকিলা পারভিন

দশরথ রায় রায় বাবুল, ষ্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তিকে অতি উৎসাহী জনতা কর্তৃক পিটিয়ে মারার ঘটনা ঘটেছে । এর ফলে ইতিমধ্যে অনেক ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন যা পরবর্তীতে মিথ্যা প্রমাাণিত হয়েছে। ২৩ জুলাই -২০১৯ মঙ্গলবার সকালে বীরগঞ্জ থানাধীন ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে সকল ছাত্র-ছাত্রীদের কে নিয়ে বিশেষ সচেতনতামূলক মতবিনিময় করেন বীরগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শাাকিলা পারভিন। তিনি বলেন, গুজব ছড়াবেন না। আইন নিজ হাতে তুলে নিবেন না। গুজবে বিব্রত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে পিটনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এ পর্যন্ত গণপিটুনির ফলে যতগুলি নিহতের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং পুশিল জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। তাই তিনি গুজবে কোন কিছু হটকারীতা মূলক সিদ্ধান্ত না নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং কাউকে সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

Spread the love