শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশ্বজনসংখ্যা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ আব্দুর রাজ্জাক ॥ দিনাজপুরের বীরগঞ্জে বিশ্বজনসংখ্যা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার এই প্রতিপাদ্যে বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাকেদা সুস্বাস্থ্য গ্রাম প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রউফ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহামুদুল হাসান পলাশ, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহ আলম, মেডিকেল অফিসার আফরোজ সুলতানা লুনা, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম কাওসার, বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাকেদা সুস্বাস্থ্য গ্রাম প্রকল্পের প্রজেষ্ট অফিসার সুবল হরিজন প্রমুখ।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পরিবার পরিকল্পনা অফিসের কর্মরতদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

Spread the love