শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নিতাই সাহা লেনিন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ১১ই জুলাই বেলা ১১ টায় বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষ্যে এক বণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র দপ্তরে হল রুমে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ভূমি জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২য় বার নির্বাচিত জন মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গির কবির, ১০ নং ইউপি চেয়ারম্যান মজিদুল ইসলাম মাষ্টার, ৬নং ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি। সমাজ সেবা অফিসার ছারোয়ার মুর্শিদ চৌধুরী অনুষ্ঠানের সার্বিক তথ্যাবধানে ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার জাকিরুল ইসলাম, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পৃথিবীর কোথায় মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি নেই, যা আমাদের দেশে রয়েছে জন সংখ্যা নিয়ন্ত্রণে তিনি সর্বপ্রকার সহযোগিতা আশ্বাস দেন। সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন ১৯৯৪ সালে র্কায়োরো সম্মেলনের আলোকে বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রন করতে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা আশ্বাস দেন। বিশেষ করে মাদক, বাল্য বিবাহ বন্ধে তিনি কয়েকদিন পূর্বে একজন কাজীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন। ডাঃ জাহাঙ্গীর কবির তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭৩ থেকে ১৯৭৮ সাল জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে যে সকল পদক্ষেপ নিয়েছিলেন র্কায়োরো সম্মেলন ঠিক ঐ ধরনেরই কর্মসূচী পালনের পদক্ষেপ নিয়েছে। ৬নং ইউপি চেয়ারম্যান বলেন তার ইউনিয়নে গর্ভকালীন মা বোনদের চেকআপের জন্য ১ বছরের জন্য একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য তিনি ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষনা দেন। যাতে করে গর্ভবর্তী মা বোনরা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ পায়, ১০ নং ইউপি চেয়ারম্যান জনসংখ্যা নিয়ন্ত্রণে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। পরিবার পরিকল্পনা অফিসার জাকিরুল ইসলাম জনসংখ্যা নিয়ন্ত্রণে ভালো কাজ করার জন্য চারজন স্টাফ কে ক্রেস্ট প্রদান করেন। 

Spread the love