শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে “বিশ্ব যক্ষ্ম দিবস’’ পালন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে “বিশ্ব যক্ষ্ম দিবস’’ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় বুধবার সকালে “মুজিব বর্ষের অঙ্গীকার,যক্ষ্মমুক্ত বাংলাদেশ গড়ার।” প্রতিপাদ্য নিয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে র‌্যালী এবং কনফারেন্স রুমে “যক্ষ্ম বিষয়ক” একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় “যক্ষ্ম বিষয়ক” দিক নির্দেশনা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আফরোজ সুলতানা (লুনা), মেডিকেল অফিসার ডাঃ তানজিন তামান্না ঈশিতা, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল তানভীর তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সন্তোষ কুমার রায়, এমটি (ইপিআই) মোঃ সাবুল ইসলাম, টিএলসিএ মোঃ মাসুদ রানা, বীরগঞ্জ ব্র্যাক পিও-টিবি মোঃ আজিজুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্তর এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং উপজেলার ব্র্যাক এর বিভিন্ন স্তর এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

Spread the love