শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ভূমি বিষয়ক উঠোন বৈঠক

Pic-Barck-17.11.13বীরগঞ্জ (দিনাজপুর)সংবাদদাতা: বীরগঞ্জে গত কাল ব্র্যাক সম্পদ ও সম্পত্তিতে অধিকার সুরক্ষা কর্মসূচীর উদ্যোগে ভূমি আইন সম্পর্কে সচেতনতা বিষয়ক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ভোগনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের কালাপুকুর গ্রামে নারীদের নিয়ে ভূমি আইনে জমি ক্রয়ের আগে ও জমি ক্রয়ের সময় এবং জমি ক্রয়ের পরে করণীয়, বিভিন্ন ধরণের দলিল পরিচিতি , দলিল সম্পাদনের কাজ, খাজনা কিভাবে এবং কোথায় দিতে হয়, ফারায়েজ কিভাবে করতে হয়, ফারায়েজ করার নিয়ম, নাম খারিজ কিভাবে করতে হয়, জমির মালিকানা রক্ষা করার নিয়ম, ভূমিহীনদের খাস জমি চেনার উপায় ও খাস জমি প্রাপ্তির প্রয়োজনীয় দিক, ভূমি জরিপ চলাকালে জমির মালিকের করণীয় দিক, জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে সচেতনতা বিষয়ক এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে বিস্তারিত বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন ব্র্যাক উপজেলা ম্যানেজার লিগ্যাল এইড মোঃ আমজাদ হোসেন। উঠোন বৈঠকে মোছাঃ নাছিমা খাতুন, মোছাঃ আখি, মোছাঃ রুবিনা আক্তার, মোছাঃ মর্জিনা খাতুন, মোছাঃ তাজকিনা বেগম, মোছাঃ রওশন আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love