শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ব্র্যাকের শক্তি -২ ধানের মাঠ দিবস পালিত

মো: মিজান : দিনাজপুর বীরগঞ্জ উপজেলার শীতলাই গ্রামের ব্রাকের শক্তি ২ ধানের মাঠ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বীরগঞ্জ উপজেলার শীতলাই গ্রামের সামিউল ইসলামের জমিতে ব্র্যাকের হাইব্রিড শক্তি-২ ধানের অফিসার (সেলস্) আসাদুজ্জামান খানের পরিচালনায় এবং জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন

প্রধান অতিথি ব্র্যাকের সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের জোনাল ম্যানেজার (সেলস্) মোঃ আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মাজেদ, কৃষক সামিউল ইসলামসহ এলাকার কয়েকজন কৃষক

কৃষক সামিউল ইসলাম তার বক্তব্যে বলেন, শক্তি-২ ধানের বাম্পার ফলনে আমাদের কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। কৃষকদের ধারনা এক একরে ফলন ১১৫/১২০ মন ধান হবে। চিকন জাতের শক্তি ২ ধানের দামও ভালো পাওয়া যাবে বলে আমারা আশা করি।

 

Spread the love