শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে মহাজোটের নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা স্থলে হামলার ঘটনায় মামলা

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর-১ আসনের বীরগঞ্জে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াত নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে  মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী পথসভার প্রস্তুতির সময় হামলাল ঘটনায় মামলা হয়েছে।

মামলায় ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াত নেতা মোহাম্মদ হানিফকে প্রধান আসামী করে উপজেলা ভাইস চেয়ারম্যান  কেএম কাওসারসহ ৭৯ জনের নাম দিয়ে মোট ১৯৯ জনের মামলা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার সময় বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা  ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন । মামলা নং ২১, তারিখ ২৬.১২.২০১৮ ইং।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা  ইউনিয়নের চৌদ্দহাত কালীর বাজার এলাকার সাত খামার উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপালের নির্বাচনী পথসভার আয়োজন চলছিল। এ সময় বিকাল সাড়ে ৪ টার দিকে জামায়াতের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ হানিফ ও বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান কেএম কাওসারের নেতৃতে জামায়াত শিবিরের একটি শসস্ত্র পথসভা স্থলে উপস্থিত মহাজোটের নেতা কর্মীদের উপর হামলা চালায় । এলাকার লোকজন দেখতে পেয়ে  প্রতিরোধ গড়ে তুলে ৩ শিবির কর্মীক আটক করে ও তাদের কাছে থাকা মটর সাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। জামায়াত শিবিরের হামলায় মহাজোটের কমপক্ষে ১০ জন আহত হয়।

এই ঘটনায়  বুধবার বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা  ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলায় মহাজোটের নৌকা প্রতীকের পথসভায় হামলা, ভাংচুর অগ্নি সংযোগ, আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

বীরগঞ্জ থানার এস আই দুলাল হক মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।

Spread the love