শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদক, জঙ্গী ও ভূমি সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা

মোঃ আব্দুর রাজ্জাক ॥ দিনাজপুরের বীরগঞ্জে মাদক, জঙ্গী ও ভূমি সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে রবিবার সকাল ১১টায় মাকড়াই আদিবাসী মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বাজুন বেসরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোছাঃ সাকিলা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার এসআই দুলাল হক, আদিবাসী নেতা মানসিং হেমরম, বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মাথিয়াস মার্ডি, জগদল আদিবাসী নেতা নারায়ন হেমরম, ভাদুরিয়া আদিবাসী নেতা জনাস টুটু, সিংড়া গ্রাম প্রধান রমেশ হাসদা ও শ্যাম লাল মুরমু প্রমুখ।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে আদিবাসীদের সহযোগীতা, জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা এবং আদিবাসীদের ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক আদিবাসী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Spread the love