শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন সম্পন্ন

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন সম্পন্ন। কালিপদ-হামিদুল (হাতি মার্কা) প্যানেল বিজয়ী হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন গত বুধবার পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যমত্ম বিরামহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ৯৯জন মুক্তিযোদ্ধার মধ্যে ৮৬জন মুক্তিযোদ্ধা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কমান্ডার পদে হাতি মার্কা প্যানেল সহকারী অধ্যাপক কালিপদ রায়  ৬১টি ভোট পেয়ে কমান্ডার নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদনন্ধী কৃষিবিদ মোঃ অব্দুল খালেক  (ঘোড়া মার্কা) ২১ ভোট পেয়েছেন। ডিপুটি কমান্ডার পদে সহকারী অধ্যাপক মোঃ হামিদুল ইসলাম ৬৩ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী সহকারী অধ্যাপক শামসুল আলম চৌধুরী (সেলাই মেশিন মার্কা) ১৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক ডিপুটি কমান্ডার পদে মোঃ আব্দুর রহিম ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নিতাই চন্দ্র রায় (কলস মার্কা) ১৮ ভোট পেয়েছে। অর্থ কমান্ডার পদে এসএমএ খালেক ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ বছির উদ্দীন (ঢেকি মার্কা) নিয়ে ২৯ ভোট পেয়েছেন। ১১টি পদের মধ্যে ৪টি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। হাতি মার্কা প্যানেলের বাকী ৭টি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, মাস্টার কৃষ্ণ চন্দ্র রায়, মোঃ সরবেশ আলী, কুমোদরঞ্জন রায়, মহেন্দ্রনাথ রায়, মোঃ আলাউদ্দীন, মোঃ রাজা ও প্রেমানন্দ রায়।

 

Spread the love