শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে মে দিবস উদযাপন

Bir Mবীরগঞ্জ প্রতিদিনঃ‘‘মে দিবসের চেতনা ঐক্য মোদের সাধনা’’ শ্লোগানে বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসুচি ও বর্ণাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে মহান মে দিবস।

 

সকালে সকল শ্রমিক সংগঠন কার্যালয়ে জাতীয়, সাংগঠনিক ও কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

দুপুর ১২ টায় ঐতিহাসিক ডাক্তার খানার মাঠ হতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন, অটো চালক শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীরগঞ্জ-কাহারোল নির্বাচনী আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, বিএনপি নেতা সুভাষ দাশ, উপজেলা কৃষক লীগের সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ সরকার, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম স্বপন, পৌর কাউন্সিলর অনিতা রাণী রায়, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক সাঈদ বাদশা, অটো চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুফিয়ান, সাধারণ সম্পাদক সম্পাদক নুর ইসলাম, অপর কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম জুয়েল, মোঃ মনোয়ার হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোঃ বাদল প্রমুখ। এছাড়া সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Spread the love