শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী পালন

Bir Bnpবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে যথাযথ মর্যাদায় গত শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্র্পতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী  পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো ব্যাজ ধারণ করে। সকাল ১১টায় বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি শোক মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে ধর্মীয় উপসানালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা। বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জিয়াউর রহমানের কর্মময় জীবনের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি  প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এ্যাড. মফিজ উদ্দিন আহম্মেদ চৌধুরী, এরশাদুল হক, সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আকতার, মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বাদশা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহম্মেদ সিদ্দিকি। অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন তাঁতী দলের সভাপতি মোঃ মনসুর আলী, সাধারণ সম্পাদক প্রভাষক আবু রায়হান মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলে আলম শাহীন, সম্পাদক আশরাফুউদৌল্লা খান বাবু, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ভুট্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল, সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মনি, যুবদল নেতা তানভির চৌধুরী, মশিউর রহমান, আরিফ মাসুম পল্লব, সুলতান মাহামুদ মুকুল, মমতাজুল করিম তাজু, মাহামুদ হাসান বাবু, মোকারম হোসেন পলাশ, মোঃ সোহেল রানা, মোঃ রিয়াজুল ইসলাম, আবু সাঈদ, রেজাউল ইসলাম সাবুল, উপজেলা ছাত্রদল সভাপতি মোজাহিদুল ইসলাম মাজু, সাধারন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, যুগ্ন সম্পাদক আল-আমিন শাহিন, সদস্য মোঃ আলী, শিপলু, মোঃ রবিউল ইসলাম রয়েল, মোঃ শাকিল, বদরুল মুলক লেবু, রাসেল ইসলাম, জিয়াউর রহমান জনি, রাশেদুজ্জামান রাসেল, শাহিন কাদের, হানিফ ইসলাম মানিক, মোঃ আকাশ, অর্জুন দাস, রাজু আহম্মেদ, জুয়েল রানা, মোঃ মানিক, মোঃ শাকিল, মারম্নফ কামাল, মোঃ ফারুক হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মুন্না, জীবন, কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাইস হাসান তারেক ও সদস্য মুন, মোঃ আসদাকুজ্জামান বাবু, মোঃ মাইনুল, মোঃ শুভ, মোঃ জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এ সময় মন্জুরুল ইসলাম বলেন, শহীদ জিয়ার আর্দশের সৈনিক বিএনপির নেতাকর্মীরা এই অবৈধ স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে এসেছে। হামলা-মামলা এবং গুম-হত্যা করে আন্দোলনকে দমন করা যাবে না। প্রার্থী বিহীন ৫ জানুয়ারীর পাতানো সংসদ নির্বাচন প্রতিহত করে জনগণ প্রমান করছে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ।

 

Spread the love