শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে যৌতুক না দেয়ায় স্ত্রীকে নির্যাতন

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে গত বৃহস্প্রতিবার ২ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক না দেয়ায় স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলার মরিচা ইউনিয়নের লোটন গ্রামের আজিজুল ইসলামের কলেজ পড়ুয়া কন্যা তাজমিনা আক্তার ও একই গ্রামের মমিনুর রহমানের কলেজ পড়ুয়া পুত্র সামিউল ইসলাম সম্পর্কে প্রতিবেশী ভাই-বোন গোলপগঞ্জ ডিগ্রী কলেজে লেখাপড়া করার সময় দু’জনের মধ্যে ভাল লাগা থেকে ভালবাসা একপর্যায় গভিরপ্রেম হয় তাদের মধ্যে। পরিবারের দ্বিমতের আশংকায় তারা দু’জনে গোপনে দিনাজপুর নোটারী পাবলিকে গিয়ে এফিডেফিট ও পরবর্তীতে কাজী রেজিষ্ট্রির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ২০১২ইং থেকে বিয়ে গোপন রাখে কিন্তু তাদের চলা ফেরা সন্ধেহ জনক হওয়ায় পরিবারের লোকেরা চাপ সৃষ্টি করলে তারা গোপনে বিয়ের কথা স্বীকার করে। দু’পরিবারের লোকেরা সমঝোতার মাধ্যমে নগদ ৬৫ হাজার টাকার উপহার সামুগ্রী দিয়ে তাদের নুতন করে দেশওলায়ী ভাবে মুন্সি বিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী, শশুর মমিনুর রহমান ও শাশুরী  রাসেদা বেগম ঐক্যবদ্ধ হয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে তাজমিনা আক্তারের কাছে। তাজমিনা আক্তারকে পিতার গৃহ থেকে টাকা আনার  জন্য চাপ সৃষ্টি করে। তাজমিনা আক্তার পিতার কাছ টাকা আনতে অপারগতা জানলে তাকে ৮ এপ্রিল মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাজমিনা অসুস্থাবস্থায় পিতার গৃহে গিয়ে ঘটনা ফাঁস করে দেয়। তাজমিনা ডাক্তারী পরীক্ষার পর নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১১(গ)/৩০ দারায় গত শনিবার ১১(০৪)১৪নং মামলা দায়ের করে। মামলার তদমত্মকারী অফিসার এসআই মোঃ বেলাল হোসেন জানান মামলার তদমত্ম চলছে সত্যতা পাওয়া গেছে। আসামী পলাতক রয়েছে তাকে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

Spread the love