বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে রাকাব জামানত ছাড়াই (নৃ-গোষ্টি) ৫ আদিবাসীর মাঝে ১ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ প্রদান

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে গত ১২ ফেব্রুয়ারী জামানত ছাড়াই (নৃ-গোষ্টি) ৫ আদিবাসীর মাঝে ২ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

সরকারী র্নিদেশ মোতাবেক ২০১২ইং সালে শাওতাল, উড়াও এবং পাহান নৃ-গোষ্টিকে কোন প্রকার জামানত ছাড়াই ঋণ প্রদানের সিন্ধান্ত মোতাবেক সার্ভিস ইমারজেন্সি ফর রুরাল পিপল (সার্প রাইট্স প্রকল্প) বীরগঞ্জ শাখার সহযোগিতায় উপজেলার শিবরামপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রাঙ্গনে পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলী গ্রামের বিমল তিগ্যা, বাবুল হাসদা, বিশ্বনাথ তিগ্যা, ভেদমা হাসদা ও ভোগলু কুজুরকে ৩০ হাজার টাকা হারে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

ঋণ প্রদানকালে শিবরামপুর রাকাব শাখা ব্যাবস্থাপক (এসপিও) মোঃ মোবারক আলী, সিনিয়র অফিসার মোঃ দলিলুর রহমান ও মোঃ আব্দুল মান্নান, সার্প রাইট্স প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়, মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার মোসলেম উদ্দিন, আবু জাহিদ (এমডিও), এ্যাডভোকেসী অফিসার মোছাঃ নাজমা বেগম, প্রকল্প কর্মকর্তা নন্দি কুমার বর্ম্মন, সিও বিপ্লবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Spread the love