শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে লটারীর মাধ্যমে কৃষকদের মাঝ থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে লটারীর মাধ্যমে কৃষকদের মাঝ থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার পরিষদ হলরুমে ২৪মে শুক্রবার সকাল ১০টায় নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে লটারীর মাধ্যমে ১৫৭৯২ জন কৃষকের মধ্যে ৪৩৩ মেঃ টন ধান কৃষকের কাছ হতে সরাসরি ২৬ টাকা দরে নেয্য মুল্যে ক্রয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ বর্মন গোবিন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজার রহমান, বীরগঞ্জ পৌর সভার সচিব আবু হানিফ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, মিল মালিক সমিতির সভাপতি ভোগনগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান পান্না, চেয়ারম্যান সমিতির সভাপতি মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, সাধারন সম্পাদক সাতোর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শেখ, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম.এ.খালেক সরকার, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবেদ আলী, উপজেলা আ’লীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, পৌর আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক রতন ঘোস পিযুষ, দুদক সভাপতি মাঈন উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক প্রফেসার আবু সামা মিয়া ঠান্টু সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক গন উপস্থিত ছিলেন।

Spread the love