শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে লবণ’র নিয়ে ‘গুজব’। ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন খুচরা ও পাইকারী বাজারে ‘লবণ’র দাম বেড়েছে বলে গুজব ছড়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এমন খবর পেয়েই ক্রেতারা আগে ভাগে লবণ ক্রয় করতে ভিড় জমায় বিভিন্ন দোকানে। মঙ্গলবার উপজেলার পৌরশহরে বিভিন্ন উপজেলার বাজারে প্রতি কেজি লবণের দাম ১০০-১২০ টাকা হয়ে গেছে, এমন গুজব ছড়াচ্ছে একটি অসাধু চক্র।
মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার অনুসারে দ্রব্যমূল্য তদারিক করার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম বিভিন্ন বাজারে লবণ নিয়ে চলছিল না গুজব, গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রদান করেন এবং এ ধরনের গুজব কেউ ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বীরগঞ্জ পৌরশহরের বাজার তদারকির সময় লবণের দাম বৃদ্ধি করে বিক্রি করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম ব্যবসায়ী প্রতিষ্ঠান জননী ষ্টোরের মো. হাফিজুল ইসলাম, নুরুল ট্রেডার্স এর মো. ফারুক হোসেন এবং মান্নান ট্রেডার্স এর মো. সাদ্দামকে দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত। এসময় এস.আই তহিদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী আব্দুল হাদী আল মেহেদি, নাজির-কাম-ক্যাশিয়ার মোঃ রুবেল ইসলাম, বীরগঞ্জ থানা পুলিশের কলস্টেবল খুরশেদ, মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

Spread the love