শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে লেবু চাষীদের নিয়ে দিনব্যাপী ভ্রমণ ও পরিদর্শন কর্মসুচী

মোহাম্মদ আরমান আলী, ষ্টাফ রিপোর্টার : লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায়, কৃষকদের উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লেবু চাষীদের নিয়ে দিনব্যাপী ভ্রমণ ও পরিদর্শন  কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সমন্বয়ক উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে, রংপুর জেলার বুড়িরহাট হার্টিকালচার সেন্টারে ভ্রমণ ও পরিদর্শন অনুষ্ঠিত হয়, এসময় প্রধান সমন্বয়ক, রংপুর বুড়িরহাট হার্টিকালচার সেন্টারের উপপরিচালক মোঃ আফতাব হোসেন, বীরগঞ্জ উপজেলার কৃষকদের লেবু, কমলা ও মাল্টা জাতীয় ফসল চাষের গুরুত্ব, চাষ পদ্ধতি, বাজারজাত, সংরক্ষণ সহ বিভিন্ন গুরুত্ব পূর্ন বিষয়ে হাতে কলমে ধারণা ও দিকনির্দেশনা প্রদান করেন, পরে কৃষকদের রংপুর জেলার মিঠাপুর উপজেলার নাসিক প্লান্ট পট পরিদর্শন করানো হয়। বীরগঞ্জ উপজেলার ৩০ জন লেবু জাতীয় চাষী ভ্রমণ ও পরিদর্শনে অংশ গ্রহণ করেন।

Spread the love