মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে প্রতীমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হলো শারদীয় দূর্গোৎসব

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥ বীরগঞ্জে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে প্রতীমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হলো শারদীয় দূর্গোৎসব। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৫৭টি সার্বজনীন পূজাম-পে পূজার্চ্চনা শেষে সিঁদুরখেলা, মিষ্টি বিতরণ, বড়দের প্রনাম, প্রার্থনা ও চোখের জলে বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বীরগঞ্জ কলেজপাড়া দূর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। ঢেপা নদী সহ বিভিন্ন নদ-নদী, দিঘী, জলাশয় ও পুকুরে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।

এদিকে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে বীরগঞ্জ পুলিশ প্রশাসন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন। এই পাচ দিনে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপজেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন। প্রত্যেক বছরের ন্যায় এবছরেরও শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপজেলার গোলাপগঞ্জ বাজারে আদিবাসীদের মিলন মেলা বুধবার সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়।

Spread the love