শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে শিশু সুরক্ষার ইস্যু নির্বাচন ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

প্রদীপ রায়,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শিশু সুরক্ষার ইস্যু নির্বাচন ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ৪নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদে। উক্ত কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রুস্তম আলী,(চেয়ারম্যান ৪নং পাল্টাপুর ইউপি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জামাল উদ্দিন,(রিজোনাল এডভোকেসি এন্ড কমিউনিকেশন কর্ডিনেটর),উপস্থিত ছিলেন যোসেফ মিন্স,(প্রোগ্রাম অফিসার),মো. ফিরোজ কবির, (প্রোগ্রাম অফিসার),জুলিয়ান বিশ্বাস, (প্রোগ্রাম অফিসার) বীরগঞ্জ এপি,বীরগঞ্জ,দিনাজপুর। উক্ত কর্মশালাটিতে সভাপতিত্ব করেন ম্যানুয়েল হাসদা,বীরগঞ্জ এপি ম্যানেজার,বীরগঞ্জ,দিনাজপুর। উপস্থিত ছিলেন ৪নং পাল্টাপুর,৬নং নিজপাড়া,১০নং মোহনপুর,৫নং সুজালপুর ইউনিয়নের গ্রাম উন্নয়নের কমিটি (ভিডিসি) সকল নেতা-নেতৃবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের কর্মচারীবৃন্দ। উক্ত শিশু সুরক্ষার ইস্যু নির্বাচন ও পরিকল্পনা বিষয়ক কর্মশালাটিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানুয়েল হাসদা,বীরগঞ্জ এপি ম্যানেজার তিনি বলেন, আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে-বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে।কর্মশালাটিতে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখেন তিনি বলেন প্রতিটি শিশু তাদের অধিকার থেকে বঞ্চিত যেন না হয় সে দিকে সর্বপ্রথম শিশুর বাবা-মা কে লক্ষ্য রাখতে হবে। শিশু যেন সকল অধিকার গুলো সঠিক ভাবে পায়। তিনি আরোও বলেন বর্তমানে অনেক বাল্য বিবাহ হচ্ছে। সেই বাল্য বিবাহের ফলে অনেক সমস্যার সমুক্ষিন হতে হয় তাদের। কেননা অল্প বয়সে বিবাহ হওয়ার ফলে তারা শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্থ হচ্ছে। যার ফলে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারন হলো বাল্যবিবাহ। বিশেষ অতিথি বলেন প্রায় ১ বিলিয়ন শিশু কোনো না কোনো ভাবে সহিংসতার শিকার হচ্ছে। শিশুরা তাদের মৌলিক চাহিদা গুলো সঠিক ভাবে পাচ্ছে না। তিনি আরোও বলেন শিশুরা রাস্তাঘাটে নানা ভাবে নির্যাচিত হয় যার ফলে অনেক শিশুরাই আত্যহত্যা করছে। আর এসব হচ্ছে কেবল আমাদের শিশুদের প্রতি অবহেলার ফলেই। আমরা যদি শিশুদের সঠিক ভাবে সঠিক পথে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আজকে এত শিশু নির্যাতিত হতো না আর শিশুরা আত্যহত্যার পথ বেছে নিতো না। তাই আমাদের সকলের উচিত শিশুদের প্রতি সহমর্মিতা দেখানো তাদের ভালাভাবে সঠিক পথে নিয়ে আসা। যার ফলে সকল শিশুরা নিরাপদ ভাবে জীবন-যাপন করতে পারবে । আর গ্রাম উন্নয়নের কমিটি সকল নেতা-নেতৃবৃন্দরা এই সকল কাজে সাহায্য করা এবং তারাও শিশুদের সকল চাহিদাগুলো সঠিক ভাবে নিশ্চিত করা। সেই লক্ষেই আমাদের সকলকেই কাজ করতে হবে ।

Spread the love