শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে শীত জেঁকে বসেছে গার্মেন্টস ও ফুটপাতে গরম কাপড়ের দোকানে ভিড়

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর সংবাদদাতা ॥  উত্তর জনপদের দিনাজপুরের বীরগঞ্জে এরইমধ্যে প্রচন্ড শীত জেঁকে বসেছে। শীতের কারণে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাট-বাজারে শীতবস্ত্র বিক্রির ধূম পড়েছে। ধনীরা দামী মার্কেটের গার্মেন্টস গেলেও নিম্ন আয়ের মানুষদের গন্তব্যস্থান হয়ে উঠেছে ফুটপাত। জানা গেছে,বীরগঞ্জে দিনে গরম। আবার রাতে প্রচন্ড শীত লেপ তোষকে ও শীত নিবারণ হচ্ছে না। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় জমেছে। তবে টাকা না থাকায় মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে বিপাকে। তারা ধান কেটে শীতবস্ত্র কিনে থাকে। কিন্ত ধানের দাম না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে তাদের। বৃহস্পতিবার বীরগঞ্জ পৌরশহরের বিজয় চত্বরের পাশে আব্দুল হান্নানের কাপড় দোকানে কিনতে আসা নিজপাড়া ইউনিয়নের বানপাড়া গ্রামের রাজেন্দ্রনাথ রায় বলেন, এখানে কম দামে ছোট-বড়দের শীতের কাপড় ভাল পাওয়া যায়। তাই এখানে কাপড় কিনতে এসছি। তবে কাপড় বিক্রেতা হান্নান জানান, শীতের কাপড় বিক্রি শুরু হয়েছে তবে তুলনামূলক কম।

Spread the love