শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে সংরক্ষণশীল কৃষি প্রযুক্তির মাধ্যমে উত্পাদিত ভুট্টা ফসলের মাঠ দিবস

মোঃ আবেদ আলী বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে ২৭এপ্রিল সোমবার সংরক্ষণশীল কৃষি প্রযুক্তির মাধ্যমে উত্পাদিত ভুট্টা ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলার মোহনপুর ইউনিয়নে যতরঘু গ্রামের কৃষক আবুল কালামের ভূট্টাক্ষেতে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়৷ রবি মৌসুমে সংরক্ষণশীল কৃষি প্রযুক্তির সুফল যেমন স্ট্রিপ টিলেজ ও বেড প¬্যালান্টার মেশিনের মাধ্যমে ভুট্টা চাষ পদ্ধতির ফলাফল প্রদর্শনের উপর আরডিআরএস বাংলাদেশ ও দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের যৌথ আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর গম গবেষণা কেন্দ্রর পরিচালক ড.পরিতোষ কুমার মালাকার৷ মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুন চন্দ্র রায়, দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. েমা: আকবর হোসেন, আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহা, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবেদ আলী, সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু, প্রকল্প সমন্বয়কারী মো: রাশেদুল ইসলাম, সিনিয়র এগ্রিকালচার অফিসার অনুপ কুমার ঘোষ, কৃষি অফিসার সৈয়দা নাজমা পরভিন, মো: মামুনার রশিদ, ফিল্ড এ্যাসিসট্যান্ট রাজু চন্দ্র দাস, মোহনপুর ইউনিয়ন ফেডারেশন সভাপতি প্রনতি মুর্মু ও ইউপি সদস্য মো: জহর“ল হক৷ এই প্রযুক্তির সুফল সম্বন্ধে কৃষক হিসেবে বক্তব্য রাখেন মো: তসলিম, মো: আবুল কালাম, মো: মামুনূর প্রমুখ৷ প্রধান অতিথি বলেন, যে প্রকল্পের কার্যক্রম গুলো দেখেন এবং বিনাচাষে অর্থাত্ স্ট্রিপ অথবা ফালি চাষ করা ভুট্টা খুবই ভালো হয়েছে ও এই প্রযুক্তির বিস্—ারে তিনি উত্সাহ প্রকাশ করেন৷ এই মাঠ দিবসে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শতশত কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন৷ উলে­খ্য, অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক কৃষি গবেষণা কেন্দ্র (এসিআইএআর)’র অর্থায়নে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)’র সহাযোগিতায় আরডিআরএস বাংলাদেশ ও দিনাজপুর গম গবেষণা কেন্দ্র এই প্রকল্প বাস্তবায়ন করছে৷

Spread the love