বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে “সমাজে মাদকের বিস্তার ও মাদকাসক্তি রোধে ছাত্র ও শিক্ষক সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা

মোঃ নুর ইসলাম ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী ও প্রচারণা২০১৮ উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস,দিনাজপুর ও ভাবনা মানবিক বিকাশ’র আয়োজনে ১০ জানুয়ারী বুধবার  সকালে বীরগঞ্জ ডিগ্রী কলেজে “সমাজে মাদকের বিস্তার ও মাদকাসক্তি রোধে ছাত্র ও শিক্ষক সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন। বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস,দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, বীরগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সন্তোষ কুমার রায়। আলোচনা সভায় প্রধান অতিথি “সমাজে মাদকের বিস্তার ও মাদকাসক্তি রোধে ছাত্র ও শিক্ষক সমাজের ভূমিকা” নিয়ে শিক্ষার্থীদের উদ্যেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। সেই সাথে তিনি বলেন শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের সাথে বন্ধুত্ব পরায়ন হতে পারে কিন্তু মাদকের বিষয়ে কোন বন্ধুত্ব হতে পারে না এবং মাদকে সাথে যারা জড়িত তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। তিনি আরোও বলেন একজন শিক্ষার্থী যখন বাড়ীর পড়া তৈরী করে আসতে পারে না তখন শিক্ষক তার চেহারার দিকে তাকিয়ে বলে দিতে যে, ঐ ছাত্রটি পড়া করতে পারেনি ঠিক তেমনি একজন মাদক সেবী বা মাদক গ্রহীতার চেহারা দেখে শিক্ষক বলে দিতে পারবে সে মাদক সেবন করে কিনা। তাই আমি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে আশাবাদী কোন শিক্ষক যেন কারো চেহারাচি চিহ্নিত করতে না পারে। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সংগীতা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়। এসকল অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভাবনা মানবিক বিকাশ এর নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান রুপম।

Spread the love