শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১১হাজার ২’শ টাকা জরিমানা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৯টি মামলায় ১১হাজার ২’শ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর নির্দেশেক্রমে শনিবার বিকেল ৫ টার দিকে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ডালিম সরকার এর নেতৃত্বে আলাদাভাবে ২টি টিম করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা প্রতিপালন না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিেেকল ৪ টার পর দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে ২ জনের বেশি যাত্রী থাকাসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ টি মামলায় মোট ১১হাজার ২’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অন্যদিকে উপজেলার এলাইগাঁও এলাকার একটি সরকারি খাস পুকুর দখলদার থেকে প্রকৃত ইজারাদারের নিকট বুঝিয়ে দেন ইউএনও মো.ইয়ামিন হোসেন। মোবাইল কোর্ট পরিচালনা কাজে বীরগঞ্জ থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করেন।

Spread the love