শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর টেকসই কৃষি প্রকল্পের বার্ষিক কৃষক র‌্যালী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ আরমান আলী বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা ঃ দিনাজপুরের বীরগঞ্জে সোমবার সাঁওতাল জনগোষ্ঠীর টেকসই কৃষি প্রকল্পের বার্ষিক কৃষক র‌্যালী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সাঁওতাল জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে গ্রাম বিকাশ কেন্দ্র ও সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশ এর বাস্তবায়নে সাঁওতাল জনগোষ্ঠীর টেকসই কৃষি প্রকল্পের আওয়াতায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাঁওতাল কৃষক-কৃষাণীর অংশগ্রহণে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে আদিবাসী নেতা পার্থরাজ মার্ডীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নং নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এম,এ খালেক সরকার, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা অরুন চন্দ্র রায়, কৃষাণী মনিকা মুরমু, এলও সরেন, গ্রাম বিকাশ শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, মালিক’স সীড এর টেরিটোরি অফিসার এরিয়া ইনচার্জ মোঃ তোফাজ্জল হক, লাকী বীজ ভান্ডারের সত্তাধিকারী মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। উদ্যোক্তা কৃষক মনিকা মুরমু জানান, সাঁওতাল জনগোষ্ঠীর টেকসই কৃষি প্রকল্পের আওতায় গ্রাম বিকাশ কেন্দ্র ও সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় ১০ কাঠা জমিতে বেগুন চাষ করেছিলাম। এতে আমার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। আমি বেগুন ক্ষেত হতে বেগুন বিক্রয় করেছি ১ লক্ষ ২০ হাজার টাকা। গ্রাম বিকাশ কেন্দ্র ও সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশ এর পরামর্শে ক্ষেতের পরিচর্যা করার কারণে আমার লাভ হয়েছে ৯৫ হাজার  টাকা। গ্রাম বিকাশ সাঁওতাল জনগোষ্ঠীর টেকসই কৃষি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আব্দুল করিম জানান, আমরা কৃষকদের হাতে মান সন্মত চারা তুলে দিয়ে তাদের উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু সহযোগিতা করে থাকি। যা তাদের জীবন মানের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠানে প্রত্যেককে কৃষি সরঞ্জাম প্রদান করা হয়।

Spread the love