শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এফ রহমান বাবু, ষ্টাফ রিপোটারঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৮ই নভেম্বর শনিবার সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বীরগঞ্জ সলিডারীটি ক্লাব ৩-১ গোলে রানীরবন্দর একাদশকে হারিয়েছে।

নেশাকে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি এ শ্লোগাকে সামনে রেখে ইয়ংস্টার ক্লাবের আয়োজনে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘‘ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট’’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বীরগঞ্জ সলিডারীটি ক্লাব বনাম রানীরবন্দর একাদশ অংশ গ্রহণ করে। বীরগঞ্জ সলিডারীটি ক্লাব ৩-১ গোলে রানীরবন্দর একাদশকে পরাজিত করে । বিজয়ীদলের খেলোয়াদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বীরগঞ্জ-কাহারোল-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জ শীল গোপাল। ম্যান অফ দি ম্যাচ বেলালের হাতে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর, সাবেক খেলোয়ার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আল হাজ্ব জাকারিয়া জাকা, সাবেক খেলোয়ার ও আওয়ামীগ নেতা মোঃ ইয়াছিন আলী। খেলা পরিচালনা করেন আক্কাস আলী, আরশাদ মাহমুদ বাবু ও আবুল কাসেম। টুর্নামেন্টের সকল খেলার ধারা বিবরনী করেন মোঃ তইফুল ইসলাম তপু।

Spread the love