বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে সুশিল সমাজের প্রতিনিধিদের সমন্বয় সভা

নিপু সাহাঃ বীরগঞ্জে গত মঙ্গলবার সুশিল সমাজের প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, প্ল্যান বাংলাদেশ আর্থিক ও র্গাল পাওয়ার প্রকল্পে বাস্তবায়নে (এসওপিকে) মিলনায়তনে সুশিল সমাজের প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সম্পৃতি মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান জিয়াউল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নেট ওয়াকিং কমিটির সদস্য সচিব ও গাল পাওয়ার প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোছাঃ তাজদীদা বেগম। অন্যদের মধ্যে বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, পৌর কাউন্সিলর অনিতা রানী রায়, বেইস মিতালীর উপ-সমন্বয়ক এমএ মান্নান, ব্র্যাক ব্যবস্থাপক আমজাদ হোসেন, আরডিআরএস ব্যবস্থাপক ফারাহানা মাহ্মুদ, পল­ীশী ব্যবস্থাপক ইমতিয়াজ জাহান, সম্পৃতি মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ওয়ালি উল্যাহ, বিওএফসি ব্যবস্থাপক জন অমৃত্ত মন্ডল, বেইস’র সেলাই প্রশিক্ষক জেসমিন আক্তার, সুজালপুর ফেডারেশনের নেত্রী বকুল বেগম প্রমুখ।

এসময় আর্থিক কারণে পড়াশুনা বন্ধ হওয়ায় অর্থ উপার্জনের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়ার লক্ষ্যে গার্ল পাওয়ার প্রকল্পের পক্ষ থেকে জগদল ডাঙ্গাপাড়া গ্রামের অটো চালক নজরুল ইসলামের কলেজ পড়ুয়া কন্যা মোছাঃ রূপালী আক্তারর হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

Spread the love