শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে স্বাস্থ্য বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা

Birganjদিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে গত রবিবার স্বাস্থ্য বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ল্যাম্ব ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ (আর সি এইচ আই বি) অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার গ্রামীণ জনপদের সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করেন। সরকারে সে লক্ষ্য বাস্তবায়নে উপজেলার ৩৩টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু  সাঈদ মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফজলুর রহমান, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাষ্টার, মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াহেদুজ্জামান বাদশা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার বীরগঞ্জ উপজেলা টেকনিক্যাল অফিসার মাসুম আহম্মেদ, কাহারোল উপজেলা টেকনিক্যাল অফিসার রমনাথ রায়, বীরগঞ্জ উপজেলা কমিউনিটি মবিলাইজার মোঃ ওয়ালী উল্লাহ, মোঃ আনারুল ইসলাম, মোছাঃ রিয়ানা পুতুল সহ কমিউনিটি ক্লিনিকের উপদেষ্টা মন্ডলীগণ।

Spread the love