বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে স্যানিটেশন শতভাগ অর্জনের লক্ষ্যে বিনামুল্যে ৮ হাজার ল্যাট্রিন বিতরন

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে ব্র্যাক ওয়াশ কর্মসুচী স্যানিটেশন শতভাগ অর্জনের লক্ষ্যে বিনামুল্যে ৭ হাজার ৭৪৫ সেট ল্যাট্রিন বিতরন করেছে। ব্র্যাক ওয়াশ কর্মসুচী সিনিয়র ম্যানেজার মোঃ আল আমিন নেতৃত্বে উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন সমুহের ৯৯টি ও পৌর সভার ৯টি মোট ১০৮টি ওয়ার্ডের প্রত্যন্ত পল্ল­ীর পাড়া-গায়ে অনুসন্ধান চালিয়ে ব্র্যাক ওয়াশ কর্মসুচী ২০০৬ সাল থেকে মানুষের অভ্যাস পরিবর্তনের জন্য ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন নিয়ে কাজ করে আসছে। উক্ত কর্মসুচীর মাধ্যমে বিভিন্ন ফোরাম গন্যমান্য, ইমাম, শিক্ষক, কিশোর-কিশোরীদের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের অভ্যাস পরিবর্তনের জন্য কাজ করে আসছে। এ ছাড়াও তৃনমুল পর্যায়ে বিভিন্ন ক্লাষ্টার মিটিং ও কলা-কৌশলের মাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা প্রদান করা হয়। এ ছাড়াও প্রতিটি স্কুলে ছাত্র/ছাত্রীদের নিয়ে সভা করে বার্তা প্রদান করা হয়। ছাত্রীদের ঋতু পরিবর্তনের সময়ে উপস্থিতির হার কম থাকার কারনে ১কোটি ৫০লক্ষ টাকট ব্যায়ে ৪৩টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় শুধুমাত্র ছাত্রীদের জন্য আলাদা ল্যাট্রিনের ব্যাবস্থা করা হয়েছে। ফলে বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতির হার আশানুরুপ হারে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও একই সময়ে ২১লক্ষ ৫০হাজার ব্যায়ে ৫৬৮টি ল্যট্রিন সম্প্রসারন করা হয়েছে। ব্র্যাক ওয়াশ কর্মসুচী শুরু থেকে এ পর্যন্ত অতি দরিদ্র পরিবারে বিনামুল্যে ৭ হাজার ৫৫১টি সেট ল্যাট্রিন বিতরন করা হয়। অস্বাস্থ্যকর ল্যাট্রিন স^াস্থ্যকর ল্যাট্রিনে পরিনত করার জন্য ৪৩টি বিদ্যালয়ে স্যানিটেশন ল্যাট্রিন প্রদান করা সহ মানুষের হাত ধোয়ার অভ্যাস পরিবর্তনের জন্য ৭০টি বেসিন প্রদান করা হয়েছে। সর্বমোট ৭ হাজার ৫৫১টি ল্যাট্রিন জনস্বার্থে বিনামুল্যে প্রদান করা হয়েছে।

 

Spread the love