শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ১৬শত পিচ ইয়াবা উদ্ধার। আটক-১

মোঃ আব্দুর রাজ্জাক ॥ দিনাজপুরের বীরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৬শত পিচ ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তর। এ সময় মোঃ নজরুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় মোঃ বোরহান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক মোঃ নজরুল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের দক্ষিণ প্রাণ নগর গোয়ালপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এবং পলাতক মোঃ বোরহান একই ইউনিয়নের দলুয়া গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে।

শনিবার বিকেল ৩টায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার এবং একজনকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তর।

পুলিশ জানায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তরের পরিদর্শক মোঃ গোলাম রব্বাণীর নেতৃত্বে দপ্তরের বিভাগীয় ষ্টাফ বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের অভিযান চালায়। অভিযানের দক্ষিণ প্রাণ নগর গোয়ালপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলামের বাড়ী হতে ১১শত পিচ ইয়াবাসহ নজরুল ইসলামকে আটক করা হয়। পরে অপর এক অভিযানে দলুয়া গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে মোঃ বোরহানের বাড়ী হতে ৫শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মোঃ বোরহান পালিয়ে যেতে সক্ষম হয়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তরের পরিদর্শক মোঃ গোলাম রব্বাণী জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক মোঃ নজরুল ইসলামকে বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তরের পরিদর্শক মোঃ গোলাম রব্বাণী বাদী হয়ে বীরগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।

Spread the love