শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ২৩ লক্ষ টাকা মুল্যের প্রত্ন পণ্য উদ্ধার

মো: জুয়েল, বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ২৩ লক্ষ টাকা মুল্যের ৪৬ কেজি ওজনের ০৩ টি প্রত্ন পণ্য কালো পাথরের ভাঙ্গা টুকরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

রবিবার বিকেল সাড়ে ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন বিজিবি।

 

BGB-02২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জেসিও নায়েক সুবেদার কাজী রাকিবুল হাসান জানান, গত ১৩ মার্চ রাত ১০টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের ভাসানী গ্রামে ভূট্টা ক্ষেতে একটি চোরাকারবারী দল প্রত্ন পণ্য (কালো পাথর) সহ ক্রয়-বিক্রয়ের জন্য উপস্থিত হয়। এ সময় গোপন সংবাদ পেয়ে বিজিবি অভিযান চালায়। চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে প্রত্ন পণ্যটি (কালো পাথর) ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে ০৩ টি কালো পাথরের ভাঙ্গা টুকরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

 

২ বর্ডার গার্ড বাংলাদেশ অধিনায়ক লে. কর্ণেল খালিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ০৩ টি প্রত্ন পণ্য কালো পাথরের ভাঙ্গা টুকরা যার ওজন ৪৬ কেজি। টুকরো তিনটির আনুমানিক ২৩,০০,০০০/- (তেইশ লক্ষ) টাকা। এ ব্যাপারে জেসিও নায়েক সুবেদার কাজী রাকিবুল হাসান রবিবার বিকেল ৪টায় বীরগঞ্জ থানায় একটি জিডি করেছে। উদ্ধারকৃত প্রত্ন পণ্যটি (কালো পাথর) শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love