বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-১৮” উদ্বোধন

হাসান জুয়েল, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে।

২৬ জুলাই বৃহস্পতিবার বিকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে,উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন (২৬-২৮ জুলাই) ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি ।

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ সময় এমপি গোপাল বলেন, গাছ প্রকৃতি প্রদত্ত এক মহান সৃষ্টি। গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। আর এ সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতি বিরুদ্ধ কাজ প্রতিরোধে আমাদের প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে। মা যেমন সন্তানকে লালন-পালন করে ঠিক তেমনি গাছেরও যতœ নিতে হবে আমাকে-আপনাকে। প্রয়োজনের সময় গাছ কেটে আমরা ব্যবহার করি। কিন্তু গাছের বংশবৃদ্ধি বিষয়ে তেমন একটা ভাবি না। তাই বলছিলাম- গাছকেও সন্তানের ন্যায় যতœ করলে এর সুফল আমরা পাবো।দেশে জনসংখ্যা বাড়ছে। গাছের বংশবৃদ্ধি দূরের কথা- নির্বিচারে ধ্বংস করছি সবুজ বনানী। সবুজ বনানীকে টিকিয়ে রাখতে হলে ’বনায়নের’ কোনো বিকল্প নেই। নিজের বাড়ির আশেপাশের খালি জায়গায় বনায়ন করা যায়। এতে নিজের মানসিকতাই যথেষ্ট। সন্তান ভূমিষ্ঠের পর শুরু হয়ে যায় সন্তানের সেবা-আর্তি, গাছ রোপণের পরও দেখভালের দায়িত্ব পালন করতে হবে। মানুষের সাথে গাছেরও নিবিড় সম্পর্ক রয়েছে। গাছ পরিবেশকে মানুষের বাস-উপযোগী করে তুলে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফাজ্জল হোসেনে এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযুষ, বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোছাঃ সাকিলা পারভীন প্রমূখ । এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন প্রধান অতিথি এমপি মনোরঞ্জন শীল গোপাল।

উল্লেখ্য মেলায় ১৪ টি স্টলে বিভিন্ন কৃষি উপকরণ, ফলদ বৃক্ষ ও ফল প্রদর্শন করা হচ্ছে।

Spread the love