মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন সহকারী পরিচালক ডাঃ মোঃ ইমদাদুল হক।

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা মেটারনাল এন্ড নিওনেটাল হেলথ প্রোগ্রাম এর সহকারী পরিচালক ডাঃ মোঃ ইমদাদুল হক।

গত ১৪ আগষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল প্রকার হাজিরা খাতা, বায়োমেট্রিক হাজিরা সিট, সকল প্রকার রেজিষ্টার, প্রসূতি বিভাগ, ইপিআই বিভাগ, হোমিওপ্যাথিক বিভাগ, দনত্ম বিভাগ, ফার্মেসী বিভাগ, ষ্টোর রুম, মহিলা ওয়ার্ড, পরম্নষ ওয়ার্ড, ক্যাবিন, কনফারেন্স রুম, এএনসি কর্ণার, পিএনসি কর্ণার, ভায়া কর্ণার, আইএমসিআই কর্ণার, ওআরটি কর্ণার, এনসিডি কর্ণার,

স্যাম কর্ণার, পুষ্টি কর্ণার, ব্রেষ্টফিডিং কর্ণার, কমিউনিটি ক্লিনিক কর্ণার, লেকটেশন ম্যানেজমেন্ট সেন্টার, রান্না রম্নম সহ নতুন নির্মাণকৃত লাইব্রেরী, রোগী ও রোগীর দর্শনার্থী দের খওয়ার রম্নম/ডাইনিং সেপস, বয়স্ক ও প্রবীনদের বসার স্থান, অভ্যার্থনা ও অনুসন্ধান সেন্টার, অধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সীট পরিদর্শন/পর্যবেক্ষন করে সনেত্মাষ প্রকাশ করেন।

এ সময় দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির, দিনাজপুর জেলা সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার, ডাঃ আফরোজ সুলতানা (লুনা),

মেডিকেল অফিসার ডাঃ সমরেশ দাস, দিনাজপুর জেলা পাবলিক হেলথ নার্স, উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের মিডওয়াইফ ও নার্সিং অফিসারগন এবং বিভিন্ন স্থরের কর্মকর্ত/কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন।

Spread the love