শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে নির্মিত গণ-সৌচাগার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর

বীরগঞ্জ (দিনাPic- World Vison-20.11.13জপুর) সংবাদদাতাঃ বীরগঞ্জ গত বুধবার ওয়ার্ল্ড ভিশনের জাপানের অর্থায়নে নির্মিত গণ-সৌচাগারটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

সবার জন্য স্বাস্থ্য সন্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল বাজারে ওয়ার্ল্ড ভিশন জাপানের অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির বাস্তবায়নে ৪ লক্ষ ৯৪ হাজার ১ শত ৭৮ টাকা ব্যয়ে একটি গণ-সৌচাগার নির্মাণ করা হয়েছে। গত বুধবার নব নির্মিত গণ-সৌচাগারটি সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাষ্টারের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ সিনিয়র এডিপি ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, বীরগঞ্জ এডিপি শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বার্নাড কুজুর, প্রজেক্ট অফিসার নিরঞ্জন বর্মন, জগদল বাজার মসজিদের ইমাম মাওঃ মোসত্মাফিজুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুস সাত্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সমন্বিত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা তারা মিয়া প্রমুখ।

Spread the love