শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ নবজাতকে দুধ পানে সদ্য সন্তান প্রসবকারী মায়েদের প্রশিক্ষণ

মো. আব্দুর রাজ্জাক :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রসূতি বিভাগে স্থাপনকৃত ‘‘ল্যাকটেশন ম্যানেজমেন্ট’’ সেন্টারে সদ্য সন্তান প্রসবকারী মায়েদের নবজাতকে বুকের দুধ খাওয়ানোর প্রশিক্ষণ প্রদান করা হয়।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহামুদুল হাসান (পলাশ), মেডিকেল অফিসার ডাঃ আফরোজ সুলতানা (লুনা), নার্সিং অফিসার রেহেনা বেগম।

প্রশিক্ষণ কর্মশালায় সদ্য সন্তান প্রসবকারী মায়েদের নবজাতকে বুকের দুধ খাওয়ানোর নিয়ম-পদ্ধতি এবং এর সুবিধা, উপকারিতা সম্পর্কে হাতে-কলমে ও ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ আফরোজ সুলতানা (লুনা), নার্সিং অফিসার রেহেনা বেগম।

অনুষ্ঠানে ২০জন সদ্য সন্তান প্রসবকারী মা এবং কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

Spread the love