শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌরসভায় নব-নির্বাচিত মেয়র মোশারফ হোসেন বাবুলের দায়িত্ব গ্রহণ

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী মেয়র মো. মোশারফ হোসেন বাবুল আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন। রবিবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাবেক মেয়র মাও মোহাম্মদ হানিফ, বীরমুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ মেহেদি হাসান সহ আরো অনেকে। নব-নির্বাচিত মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল কে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। রবিবার সকালে কয়েক হাজার দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে রংপুরে বিভাগীয় কমিশনার মোঃ জয়নুল বারীর সভাকক্ষে সকাল ১০টায় নব-নির্বাচিত মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলকে বিভাগীয় কমিশনার মোঃ জয়নুল বারীর শপথ বাক্য পাঠ করান।

প্রসঙ্গ গত ১৫ এপ্রিল ২০১৯ইং বীরগঞ্জ পৌর উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল বিদ্রোহী প্রার্থী হিসেবে মোবাইল প্রতিক নিয়ে ৪,৬০০ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ রেজাওয়ানুল ইসলাম রিজু পেয়েছিলেন ২১৬৩, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে মোঃ নুর ইসলাম নুর পেয়েছিলেন ১৬০৫ ভোট ও পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন আবু ডাব গাছ প্রতিক নিয়ে ৭০ ভোট পেয়ে চতুর্থ হয়েছিলেন।

Spread the love