মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র বিজয় চত্বর ও তাজ মহল মোড়ে যানজট

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গড়িত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা। এই পৌরশহরের প্রাণকেন্দ্র বিজয় চত্বরে ট্রাফিক পুলিশ না থাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারীসহ দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের। বিশেষ ঢাকা-পঞ্চগড় মহাসড়ক,বীরগঞ্জ-পীরগঞ্জ,বীরগঞ্জ-দিনাজপুর,ঠাকুরগাঁও -বীরগঞ্জ ও বীরগঞ্জ- খানসামা সড়কে চলাচলকারী বাস,মিনিবাস, কোচ,ট্রাকসহ অসংখ্য যানবাহন প্রতিদিন চলাচল করে থাকে এই সড়কগুলো দিয়ে। এছাড়া বীরগঞ্জ পৌরশহরের গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র  বিজয় চত্বর ও তাজ মহল সিনেমাহল মোড় দিয়ে সকল উপজেলার অধিকাংশ মানুষ দ্রুত যাতায়াতের জন্য এই মহাসড়কটি ব্যবহার করে থাকেন। এছাড়াও মোড়টির উত্তরে গোলাপগঞ্জ, গড়েয়া হাট ও দক্ষিণে দিনাজপুর শহর,পূর্বে পঞ্চগড় জেলা শহরের দেবীগঞ্জ, খানসামা, নীলফামারী ও পশ্চিমে রয়েছে পীরগঞ্জ সড়কের বকুলতলা, খোচাবাড়ী ও ঠাকুরগাঁও জেলা শহরের সাথে যোগাযোগ রয়েছে।  বগুড়া ও ঢাকার সাথে যোগাযোগ থাকায় এই মোড় দুটির গুরুত্বপূর্ণ  বেশি। ঢাকা-পঞ্চগড় মহাসড়কের উপর দিয়ে প্রতিদিন বিভিন্ন জেলা -উপজেলা এবং বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের অসংখ্য যানবাহন এই মোড় দুটির উপর দিয়ে চলাচল করার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই এব্যাপারে ভুক্তভোগীরা অবিলম্বে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর ও তাজ মহল সিনেমাহল মোড়ে ট্রাফিক পুলিশ দিয়ে যানজট নিরসন করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

Spread the love