শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ প্রকৃত ভূমিহীনদের সরকারি খাস জমি বন্দোবস্তের সাংবাদিকদের সাথে মতবিনময় সভা ও স্মারকলিপি প্রদান

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥ দিনাজপুরের বীরগঞ্জে জনসংগঠনের বীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি এর আয়োজনে গ্রামীন কৃষি শ্রমজীবি ও প্রকৃত ভূমিহীনদের সরকারি খাস জমি বন্দোবস্তে নিতে হবে, উপজেলা পর্যায়ে ভূমি অধিকার বিষয়ে, ভূমি প্রশাসন ও সাংবাদিকদের সাথে মতবিনয় সভা ও স্মারকলিপি প্রদান।

গতকাল বুধবার ২০ নভেম্বর ২০১৯ ইং কবিনজরুল উচ্চ বিদ্যালয় হলরুমে সভা প্রদান বিনয় চন্দ্র রায়ের সভাপতিত্বে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে। গ্রাম সহায়ক মোঃ আমিনুল ইসলাম উপস্থাপক বলেন, আমাদের এ কার্যক্রম ১৯৮৬ সাল থেকে শুরু হয়। জনসংগঠন ৮৯টি , বীরগঞ্জ উপজেলার মোট সদস্য ৭২৪৫ জন এর মধ্যে নারী ৩৬৯২ জন, পুরুষ ৩৬৮২ জন। ৮৯ টি মৌজায় বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে কার্যক্রম করছেন তার মধ্যে দিনাজপুর জেলায় ৭টি উপজেলা ও ঠাকুরগাঁও জেলার ৪টি উপজেলায়। খাসজমি এ পর্যন্ত যা বন্দোবস্ত যোগ্য ৬৫১.৫৫ এক একর এপি ও ভিপি ৭৯-৫৭ মোট ৩৫ একর। বীরগঞ্জ উপজেলার যে প্রত্যক ইউনিয়নে খাস জমি রয়েছে দাগ নং-১ নং শিবরামপুর ইউনিয়নে ৪১,৩২, ৩ নং শতগ্রাম ইউনিয়নে ৫৭,৩৫, ৪ নং পাল্টাপুর ইউনিয়ন ৯.৩২, ৫ নং সুজালপুর ১০০.৮৭, ৬ নং নিজপাড়া ৭৯.৩৭, ৭ নং মোহাম্মদপুর ৮১.৭৭, ৮ নং ভোগনগর ইউনিয়নে ৭.১৬, ৯ নং সাতোর ইউনিয়ন ১৫৯.২৬, ১০ নং মোহনপুর ১৪০.৮৬, ১১ নং মরিচা ইউনিয়ন ২৪.৬১।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয়কারী কণা রানী মহন্ত, আরো উপস্থিতি ছিল গ্রাম সহায়ক পয়গাম আলী, গ্রামঃ সহায়ক ভরত চন্দ্র রায়, উক্ত মতবিনিময় সভায় সাংবাদিক নিতাই সাহা লেনিন, বিকাশ ঘোষ, মোঃ নাজমুল হোসেন এর উপস্থিতে ভূমি ভুক্ত ভোগী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ১ নং শিবরামপুর ইউনিয়ন মুরারীপুর গ্রামে আব্দুল জলির অভিযোগ করে বলেন তার দখলে থাকা খাস জমি হুকুম দখল করে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয়েছে। তাকে ২৩ শতক জমি দিলেও অধ্যবধি বন্দোবস্ত দেওয়া হয়নি। আব্দুল জলিল এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শুভ দৃষ্টি কামনা করছেন।

Spread the love