শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণজয়ন্তী উদযাপনে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥ “শিশুর হাতে বৃক্ষ একদিন মহিরুহ হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণজয়ন্তী উদযাপনে ২ অক্টোবর বুধবার সকালে বীরগঞ্জ সরকারি কলেজ হল রুমে অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ বাংলা নিউজের উপদেষ্টা শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সবুজ বাংলা নিউজের সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ ইয়াছিন আলী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান বিপ্লব, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ আবু সামা ঠান্ডু, নজরুল ইসলাম খান বুলু, সুভাষ দাস, আইবুল ইসলাম মিন্টু, মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আবেদ আলী, মোঃ সিদ্দিক হোসেন, মোঃআব্দুর রাজ্জাক, উত্তম শর্মা, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ, আব্দুল জলিল তোফাজ্জল হোসেন, প্রদীপ রায় সহ প্রমুখ। এসময় আইবুল ইসলাম মিন্টু সাংবাদিকদেরকে জানান, বীরগঞ্জ পৌরসভার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ, পুরস্কার-পরিচ্ছন্নতা, বিনামূল্যে রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

Spread the love