বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ সিডিপি’র আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিতাই সাহা লেনিন, বীরগঞ্জ (দিনাজপুর)ঃ বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মাহানপুর বীরগঞ্জ সিডিপি’র অফিসের আয়োজনে এক হাত ধোয়া কর্মসূচির আয়োজন করে। এই দিবসটিকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালী মাহানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসে এসে শেষ হয়। অফিসে এক আলোচনা সভা সিডিপি’র প্রকল্প ব্যবস্থাপক মি. রেমন্ড কুইয়ার সভাপতিত্বে ও হেল্থ অফিসার মোতাসিন বিল্লাহ্র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর.এম.ও ডাঃ হাবিবুল্লা রাসেল, সাংবাদিক নিতাই সাহা লেনিন। অনুষ্ঠানে বক্তরা সাবান দিয়ে হাত ধোয়ার বিভিন্ন কলা-কৌশল শেখান এবং হাত থেকে সবচেয়ে বেশি রোগের জীবানু পেটে প্রবেশ করে। বীরগঞ্জ সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোছাঃ তাহমিনা বেগম। অনুষ্ঠানে ২৬০জন শিশু ও তাদের অভিভাবক অংশগ্রহণ করে। এই দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “ পরিস্কার হাত সু-স্বাস্থ্যের একটি কৌশল”। অনুষ্ঠানে একটি চিত্রাংকন প্রতিযোগিতায় ২৫জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি ছাত্রী শানু খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করে মাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী পুষ্প রানী, তৃতীয় স্থান অধিকার করেন ৮ম শ্রেণির ছাত্র দ্বীপ্তি রানী রায়। প্রকল্প ব্যবস্থাপক মি. রেমন্ড কুইয়ার সংবাদদাতা কে জানান, তার প্রতিষ্ঠান থেকে ১৪৩০জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়। এই প্রতিষ্ঠান ১৪টি বিভিন্ন প্রকল্পে কার্যক্রম অব্যাহত রয়েছে।

Spread the love