শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ হাসপাতাল ডাক্তার স্বল্পতা চরম ভোগান্তিতে রোগীরা

নিতাই সাহা লেনিন: উপজেলার সাড়ে তিন লক্ষাধিক মানুষের সরকারীভাবে স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল হচ্ছে বীরগঞ্জ হাসপাতাল কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার সহ নার্স ও কর্মচারী না থাকয় চরম ভোগান্তিতে পড়েছে অসংখ্য রোগীরা। দিনের পর দিন ভোগান্তি প্রকোট আকার ধারন করায় আগন্তক রোগীরা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

আজ বেলা ১১ টায় সরেজমিন গিয়ে দেখা যায় বর্হিবিভাগে ৩০ থেকে ৪০ জন রোগী অবস্থান করছে এবং সেখানে ১ জন মাত্র ডাক্তার চিকিৎসা সেবা কাজে নিয়োজিত আছেন। উপস্থিত কয়েকজন রোগী জানায় ইতোমধ্যে দেড় শতাধিক রোগী চিকিৎসা নিয়ে চলে গেছে অনেকে বিনা চিকিৎসায় ধর্য্য হারা হয়ে ফিরেও গেছে বলে তারা জানায়।

একমাত্র দায়িত্ব পালনকারী ডাক্তার আসিফ আনেয়ার কর্মরত অবস্থায় হঠাৎ বর্ষা গ্রামের খালেকের কলেজ পড়ুয়া মেয়ে শিরিন আক্তার (১৮)কে মুমুর্ষ অবস্থায় তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে এলে ডাক্তার সাহেব রোগী দেখা বন্ধ করে দিয়ে জরুরী বিভাগে ঐ রোগীর চিকিৎসায় ব্যাস্ত হলে অপেক্ষায় থাকা রোগীরাও অনেকে চিকিৎসা না নিয়ে ফিরে যায়।

Spread the love