মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে আগুনে পুড়ে ভষ্মিভূত বৃদ্ধ দম্পতির সর্বস্ব

আব্দুর রাজ্জাক,দিনাজপুর ॥ দিনাজপুরে আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে বৃদ্ধ দম্পতির সর্বস্ব। এতে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এসিল্যান্ড, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতার ঘটনাস্থল পরিদর্শন।

আজ শনিবার সকাল ৯টায় দিনাজপুর শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাড়ির ভাড়াটিয়ার চুলার আগুন থেকে সৃষ্ট আগুনে সকল আসবাবপত্র, নগদ টাকাসহ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিতে এখন দিশেহারা বৃদ্ধ দম্পতি।

ভুক্তভোগীরা জানান, শনিবার আনুমানিক সকাল ৯টার দিকে বৃদ্ধ মো. আব্দুর রউফ (৮৫) এর বাড়ির ভাড়াটিয়ার ঘরে চুলার আগুন ছড়িয়ে পড়ে বাড়ির মালিক বৃদ্ধ দম্পতির ঘরের সকল আসবাবপত্র, জাতীয় পরিচয়পত্রের মুল কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র আর নগদ প্রায় ২০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে ভাড়াটিয়ার ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায় বলে জানান ভাড়াটিয়া রাজমিস্ত্রীর হেলপার আমির আলী।

স্থানীয়রা জানান, বাড়িতে আগুন লাগার বিষয়টি টের পেয়ে পাশের বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে ফোন দিলে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌছে তারা আগুন নেভাতে সাধ্যমত চেষ্টা করে। এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলে চলে যায়। এতে কোন মানুষ হতাহত হননি বলে জানান এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসানসহ স্থানীয় মহিলা কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। তারা বৃদ্ধ দম্পতিকে সরকারী সহায়তা পৌছে দেয়ার কথা বলে আশ^স্ত করেন।

Spread the love