শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বুরকিনা ফাসোয় নিরাপত্তা ফাঁড়িতে হামলায় নিহত ১০

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে মালি সীমান্তবর্তী একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলায় কমপক্ষে ৫ পুলিশ সদস্য ও ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র এ কথা জানায়।  পশ্চিম আফ্রিকার এ দেশের সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে এটি হচ্ছে সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা। দেশটি জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে। আর এ যুদ্ধে শত শত লোক প্রাণ হারিয়েছে।

নিরাপত্তা সূত্র এএফপিকে বলেছে, ‘অস্ত্রধারী অনেক লোক সোমবার ভোরে আওয়ারসিতে একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর হামলাকারীরা এ নিরাপত্তা ফাঁড়ির ভেতরে ঢুকে পড়ে। এ হামলায় দুর্ভাগ্যজনকভাবে আমরা ৫ পুলিশ সদস্যকে হারিয়েছি।’

অপর এক সূত্র জানায়, এ হামলায় ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করত। উদালান প্রদেশের ওই ফাঁড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিদের হামলায় ডেপুটি মেয়রসহ ৪ জন নিহত হয়।

Spread the love