শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃষ্টিতে হিলি স্থলবন্দরে পণ্য খালাস ব্যাহত

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণের দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে টানা বৃষ্টিপাত হওয়ায় বন্দরের ভেতরে আমদানিকৃত পণ্য খালাস ব্যাহত হচ্ছে। বন্দরের যে কয়েকটি ছাউনিযুক্ত শেড রয়েছে সেগুলোতে পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো থেকে পণ্য খালাস করা হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। যার কারণে খৈল, ভূষিসহ অন্যান্য পণ্যবোঝাই ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে আমদানিকারকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে বন্দরের ভেতরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক হবে।

Spread the love