শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও পানি বৃদ্ধি

কুড়িগ্রাম প্রতিনিধি: বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। ধরলা নদীর পানি বুধবার দুপুরে সেতু পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারোডোব এলাকায় বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে ১০ টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। ভাটিতে পানি কম থাকায় ধরলায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে করে বন্যা পরিস্থিতির সাথে সাথে নদী ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। এ অবস্থায় ৩ দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ৪র্থ দফায় নদ-নদীর পানি বৃদ্ধির ফলে চিন্তিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষজন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার বিকেল ৩টায় ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Spread the love