শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বেকারী শিল্পকে ঠিকিয়ে রাখতে রুচিশীল পণ্য উৎপাদনের বিকল্প নাই-হুইপ ইকবালুর রহিম

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ বেকারী শিল্পে নিয়োজিত শ্রমিকদের আরো দক্ষ করে গড়ে তুলে উন্নতমানের রুচিকর পণ্য উৎপাদনের পরিমাণ বাড়াতে হবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, মানসম্মত রুচিশীল খাদ্য মানুষ বেশি দাম দিয়েও গ্রহন করবেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে মানুষের ক্রয় ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের শহর-বন্দর, গ্রামে মানুষের খাদ্যভাস বদলাচ্ছে। তাই বেকারী শিল্পকে ঠিকিয়ে রাখতে মানসম্মত ভেজাল বিহীন রুচিশীল পণ্য উৎপাদনের বিকল্প নাই।

২২ জুলাই সোমবার শহরের নাজমা রহিম ফাউন্ডেশন মিলনায়তনে বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ জালাল উদ্দীন সিআইপি ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক রেজু। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ, দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাবিসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় শুরুতেই জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ জালাল উদ্দীন সিআইপি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পর দুপুরে স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির উদ্্েযাগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ জালাল উদ্দীন সিআইপি। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মানবেন্দ্র দাস মনোজ। জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ শামিম শেখ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় তফসিল ঘোষনার ৯০ দিনের মধ্যে দিনাজপুর বেকারী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Spread the love